Ekti Rahasya Golpo
Tridib Kumar Chattopadhyay
Narrador Spandan Das
Editorial: Storyside IN
Sinopsis
রবিবার দুপুরে জয়ব্রত বাড়ি থেকে রওনা দেবে। সে যাবে তাঁর হবু বৌ, নিনির সাথে দেখা করতে - সাউথ সিটি মলে। জামা কাপড় পরে, নিজেকে আয়নায় একবার দেখে, জয় গাড়ির চাবি, পার্স আর ফোন নিয়ে বেরোতেই যাচ্ছিলো, যখন তার ফোন এ এক উংক্নোন নম্বর থেকে এক মেসেজ ঢোকেই। "আধ ঘন্টায় দেখা করো", ৫তা বাজতেই, কেমন অনেক সময় বাকি, এইটা তাহলে নিনির মেসেজ নয়। উত্তর দিলো জয়, লিখলো "হুস ডিস্ ?", তার পাল্টা জবাব দেখে জয়ের মনে হলো বোধয় তার ছোট কাকিমা, অন্য নম্বর থেকে মেসেজ করছেন। কিন্তু কেন, কালকেই তো সে তার সাথে কথা বলেছিলো। গাড়িতে উঠে তার মাথা কেমন গোল মেলে হয়ে গেলো। নিনিকে সে পরে দেখা করবে বলতে ফোন করলো - আর রওনা দিলো সল্ট লেকের দিকেই। এই রহস্যময় ছোট গল্পের সমাধান কি হয়ে জানতে শুনু, স্পন্দন দাসের কণ্ঠে ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়ের বড়োদের বারো উপন্যাস থেকে স্পন্দন দাসের কণ্ঠে - একটি রহস্য গল্প শুধুমাত্র স্টোরিটেল - এ!
Duración: 26 minutos (00:25:52) Fecha de publicación: 09/09/2020; Unabridged; Copyright Year: 2020. Copyright Statment: —

